বছর আসুস বাংলাদেশে নিয়ে এসেছে তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস জেনফোন ২। প্রথম চার গিগাবাইট র্যাম নিয়ে আসুসের এই ল্যাগশিপ গত বছর থেকে বিশ্ব জুড়ে দারুন সাড়া জাগিয়েছে। এখন বাংলাদেশের ক্রেতারাও জেনফোন কিনতে পারছেন ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ। শুধু ৪ গিগাবাইট র্যাম-ই নয়; এতে আরো আছে ইন্টেলের ৬৪ বিট কোয়াড কোর প্রোসেসর আর দারুন সব ফিচার। বাজারের হাজারো স্মার্টফোনের ভিড়ে আসুসের এই ফোন নিঃসন্দেহে আলাদাভাবে করার মত। চলুন জেনফোন ২ সম্পর্কে বিস্তারিত জেনে নেই-
ডিজাইন আর ডিসপ্লে
আসুস জেনফোন ২ –এ তাদের জনপ্রিয় “জেন” ডিজাইনের প্রতিফলন লক্ষ করা যায়। ফোনটির ব্যাক কভারে এর ব্রাশ্ড-মেটাল ফিনিশিং জেনফোন ২ -কে দেখতে করেছে বিলাশ বহুল। ফোনটির পেছন দিকটা কিছুটা বাঁকানো, যা ফোনটিকে সহজে হাতের মুঠোয় ধরতে সাহায্য করে। শুধু তাই নয়, এর ভলিউম বাটন রাখা হয়েছে পেছনে ক্যামেরার ঠিক নিচটায়। তাই এই ফোনটির ভলিউম কমানো-বাড়ানো থেকে শুরু করে ক্যামেরা অপারেট করা-ও যথেষ্ট সহজ করে দিয়েছে এই বাটনটি।
জেনফোন ২-এ আছে ৫.৫ ইঞ্চি full HD ডিসপ্লে যাতে ব্যাবহৃত হয়েছে IPS টেকনোলজি। ডিসপ্লের পিক্সেল এর ঘনত্ব ৪০৩ ppi আর এর ১৭৮ ডিগ্রী ভিউইং এঙ্গেল নিশ্চিত করে জীবন্ত আর স্বচ্ছ ছবি। আসুস-এ ব্যাবহৃত হয়েছে TrueVivid টেকনলজি যার সাহায্যে ডিস্প্লের ব্রাইটনেস আর রঙ-এ যোগ করা যায় নতুন মাত্রা। জেনফোন ২ এর “ব্যাজেল” অর্থাৎ ডিস্প্লের আর এর বডির পাশের খালি জায়গাটির পরিমান অত্যান্ত অল্প (৩.৩ মিলিমিটার) যার ফলে মূল ফোনটির ৭২% জায়গা জুড়েই এর ডিসপ্লে, যা corning gorilla glass 3 দ্বারা আবৃত। এর ডিসপ্লেতে আরো যোগ করা হয়েছে এন্টি-ফিঙ্গার প্রিন্ট কোটিং, যার ফলে ডিস্প্লের উপরে সহজে আঙ্গুলের ছাপ পড়তে পারে না।
জেনফোন ২ দুটি ভিন্ন ভিন্ন রঙ্গে পাওয়া যাচ্ছে- গোল্ডেন এবং সিল্ভার।
PixelMaster ক্যামেরা:
আসুস জেনফোন ২ –এ আছে ১৩ মেগাপিক্সেল এর পিকসেল মাস্টার (PixelMaster) টেকনলজির ক্যামেরা যাতে থাকছে ওয়াইড-আপার্চার f/2.0। আর তাই কোন সাটার ল্যাগ পছন্দের মূহুর্তগুলোর ছবি বন্দি করা যাবে এর ক্যামেরা দিয়ে। ফ্ল্যাশ এর ব্যবহার ছাড়াই কম আলোতে ৪০০% ভাগ উজ্জ্বল ছবি তুলতে সক্ষম এই ক্যামেরা। আর যখন ফ্ল্যাশ এর প্রয়োজনে এতে থাকছে true tone ফ্ল্যাশ, যা আমাদের ত্বকের সত্যিকারের রঙটিকে ফুটিয়ে তুলতে সক্ষম।
জেনফোন ২ ক্যামেরায় আরো থাকছে HDR মুড, এর ব্যবহারকারী তাই উজ্জল ব্যাকলাইট এর বিপরীতে খুব সহজেই ছবি তুলতে পারবে। আর যারা তাদের স্মার্টফোনের ক্যামেরা থেকে বের করে নিতে চান আরেকটু বেশি কিছু, তাদের জন্য ISO কিনবা Shutter speed থেকে শুরু অরে
দেয়া আছে ম্যানুয়ালী ক্যমেরা নিয়ন্ত্রণ করার সুবিধা।
আসুস জেনফোন ২ এ আরো থাকছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ৮৫ ডিগ্রি ওয়াইড ছবি নিতে পারে। এছাড়াও ওয়াইড সেলফি তোলা আর ছবি এডিটিং এর সব ফিচার পাওয়া যাবে এই ফোনটির বিল্ট-ইন অ্যাপ দিয়েই।
যা যা রয়েছে এই ফোনেঃ
জেনফোন ২ এ আছে ইন্টেলের তৈরি ২.৩ গিগাহার্য ৬৪ বিট কোয়াডকোর প্রসেসর আর ৪ গিগাবাইট র্যাম, যা জেনফোনের প্রথম প্রজন্মের মডেল থেকে ৭ গুণ বেশি গেমিং পার্ফমেন্স দিতে সক্ষম। এর টাচ রেস্পন্স মাত্র ৬০ মিলি সেকেন্ড হওয়ায় গেমিং এ আনে বাড়তি আনন্দ।
জেনফোন ২ এ আছে 4G / LTE কানেক্টিভিটি আর 802.11ac ওয়াইফাই টেকনোলজি, যার ফলে এর ব্যবহারী উপভোগ করতে পারবেন দ্রুত গতির ইন্টারনেট সুবিধা। দুটি সিম ব্যবহারের সুবিধা থাকায় নিজ প্রয়োজনে, ব্যাবসায়িক কাজে কিনবা ভ্রমনে এ একাধিক সংযোগ ব্যবহারের সুবিধা পাবেন।
3000 mah ব্যাটারি থাকায় একবার চার্জ দিয়েই জেনফোন -২ সারাদিন ব্যবহার করা যাবে। আরকটি দারুন ফিচার হলো, এই ফোনটিতে ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে, তাই মাত্র ৩৯ মিনিটেই ৬০% চার্জ দিয়ে নেয়া যাবে এই ফোনটি।
জেনফোন-২ এর ইউজার ইন্টারফেস এর নাম জেন ইউ-আই। এতে থাকছে আসুসসের জেন UI এর নিজস্ব লঞ্চার, থিম, ফন্ট, আইকন সহ আরো অনেক কিছু যা এতে দিয়েছে সহজ এবং সুন্দর ইন্টারফেস; সাথে থাকছে নিজ পছন্দ মত এ সব কিছুই পরিবর্তনের সুবিধা। Zen UI-এ আছে ZenMotion, SnapView, Trend Micro™ security আর ZenUI Instant Updates এর মত ফিচার যা ফোনটির ব্যবহারকারীর ডেটা সুরক্ষায়।
ZenMotion এর সাহায্য এর ব্যবহারকারী এর ডিসপ্লেতে জেসচার এঁকে দ্রুত প্রয়োজনীয় আপ চালাতে পারবেন।
SnapView ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী তার অ্যাপ, ছবি আর ফাইলকে আলাদা করে রাখতে পারবেন।
Trend Micro security দ্বারা নিরাপদে জেন ইউ আই ব্রাউজার এর মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন।
Zen UI -এর ইন্সটেন্ট আপডেট সর্বোপরি এর জেনফোনের ব্যবহারীকে দেয় নিরাপদ আর নিখুত অভিজ্ঞতা।
কোথায় পাওয়া যাবে?
বাংলাদেশের বাজারে আসুস জেনফোন ২ এর দাম পড়বে ২৫৩০০ টাকা। আর জেনফোন ২ ডিলাক্সের দাম পড়বে ৪০, ৫০০ টাকা। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ আপনার নিকটস্থ স্মার্টফোনের বাজার থেকেই কেনা যাবে ফোনটি।
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.